Mission is as follows :
Motto:
মানবতার জন্য শিক্ষা (Education for humanity)
লক্ষ্য (Aim):
ভালো মানুষ গড়ে তোলা (To foster Good Human Beings)
ভালো মানুষের সংজ্ঞা (Definition of good human beings):
ভালো মানুষ সে যে কখনো কারো কোনো ক্ষতি করে না, সব সময় অন্যের প্রতি সহমর্মিতার মানসিকতা পোষন করে এবং তার উপর অর্পিত যে কোনো পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে। (A Good Human Being is he, who never harms others and always possesses feeling of empathy for others and performs familial, social and statal responsibilities entrusted on him with utmost sincerity)
উদ্দেশ্য (OBJECTIVES):
১. নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তোলা (Fostering human beings with moral and humane values)
২. প্রয়োজনীয় ও যুগোপযোগী সকল বিষয়ে পারদর্শী করে তোলা (To equip with expertise in all essential and time honoured subjects)
৩. শ্রেণি উপযোগী যথাযথ জ্ঞান অর্জন নিশ্চিত করা (Ensuring the acquisition of class standard appropriate knowledge)
উদ্দেশ্য অর্জনের হাতিয়ার (Tools for achieving the objectives):
১. জ্ঞান (Knowledge)
২. নৈতিকতা (Ethics)
৩. দক্ষতা (Competence)
স্লোগান (SLOGAN):
কখনই কারো কোনো ক্ষতি করবো না, দিনে একটি হলেও ভালো কাজ করবো। আমরা সবাই ভালো মানুষ হবো। (We will never do any harm to anyone and do at least one good deed a day. We all will be good human beings.)
বিশ্বাস (Faith):
১. সৃষ্টিকর্তা অন্তর্যামী। তিনি সব দেখেন, সব শুনেন ও সব জানেন।
1. The Creator is insightful. He sees all, hears all and Knows all.
২. সৃষ্টিকর্তা সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি মানুষের সকল কর্মের বিচার এই জীবনে এবং মৃত্যু পরবর্তী জীবনে করবেন।
2. The Creator is the best judge. He will judge all human actions in this life and in the life after death.
৩. মানুষের জীবনের সকল ঘটনা বা ভাগ্য সৃষ্টিকর্তা কর্তৃক পূর্ব নির্ধারিত এবং তিনি তা নির্ধারণ ও পরিবর্তন করেন মানুষের কর্মের উপর ভিত্তি করে।
3. All events or destinies of human life are predetermined by the Creator and he determines and changes them based on human actions.
FOUR MAGIC WORDS:
- Give SALAM
- Say SORRY
- Say PLEASE
- Say THANK YOU