লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলীর উদ্যোগে লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম-এ আর্ট পিস পোষ্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত
তারিখ: ২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার
লায়ন্স ক্লাব অব সেন্ট্রাল জুবিলীর সভাপতি লায়ন শারমিন সুলতানা মৌ এর সভাপতিত্বে ও লায়ন আবদুল্লাহ আল মামুন এমজেএফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর সম্মানিত সাবেক জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজিএফ ,বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী , লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম-এর অধ্যক্ষ কর্নেল আবু নাসের মোঃ তোহা , উপাধ্যক্ষ ফেরদৌস আরাসহ অন্যান্য সম্মানিত লায়নবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
———-
চিন্তার চাষ ও লিডার্সের সাফল্য
চিন্তার চাষ একটি স্বেচ্ছাসেবী গবেষণা প্রতিষ্ঠান। দ্রুত ধাবমান এই প্রতিযোগিতামূলক বৈশ্বিক প্রেক্ষাপটে মর্যাদাশীল জাতি গঠনের জন্য সৃজনশীল প্রজন্ম বিনির্মাণে ভবিষ্যৎ বিজ্ঞানি তৈরি করার প্রয়াসের নাম চিন্তার চাষ। সারাদেশের বিভিন্ন স্কুলের ৭ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ৯ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন-২০২৪ এ লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম এর শিক্ষার্থীদের গবেষক দল গত ১৮ জুন ২০২৪ বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরবর্তীতে গত ০৫ অক্টোবর ২০২৪ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টি.এস.সি) তে অনুষ্ঠিত ৯ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন-২০২৪ এ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ড. নিয়াজ আহমেদ এবং সভাপতিত্ব করেন চিন্তার চাষ এর চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান। বিজয়ী গবেষক দলের সদস্যরা হলো লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম এর ৮ম শ্রেণি ইংরেজি ভার্সনের শিক্ষার্থী মুশসারাত মুনির ও নন্দীনি তালুকদার এবং ৯ম শ্রেণি বাংলা ভার্সনের শিক্ষার্থী মাহজাবিন বিনতে হক ও তাসফিয়া মেহজাবিন। এতে অনুষ্ঠিত কুইজ টেস্টে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ৮ম শ্রেণি ইংরেজি ভার্সনের শিক্ষার্থী নন্দীনি তালুকদার।
অত্র প্রতিষ্ঠানে ‘লিডার্স শিক্ষা মডেল-২০১৮’ এর আলোকে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় যেখানে শিক্ষার্থীদের ভালো মানুষ তৈরি করাই হলো মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য জ্ঞান, নৈতিকতা ও দক্ষতা অর্জনের উপর গুরুত্ব প্রদান করা হয়। এই জন্য এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা ও দিকনির্দেশানা প্রদান করা হয়।
বিজয়ীদের ও সংশ্লিষ্ট সকলকে এলএসসিসি’র পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন!
——–
লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম-এর আন্তঃহাউজ সাংস্কৃতিক এবং চারু ও কারু প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রদর্শনী -২০২৪
গত ১২ই সেপ্টেম্বর ২০২৪ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়ে গেল লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম-এর আন্তঃ হাউজ সাংস্কৃতিক এবং চারু ও কারু প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও প্রদর্শনী -২০২৪। অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক বরেণ্য সাহিত্যক ও সব্যসাচী লেখক ড. মহীবুল আজিজ। শুরুতেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রধান অতিথিকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি কারুশিল্প ও বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শনী ঘুরে দেখান। এরপর বিভিন্ন বিভাগের বিজয়ীরা মঞ্চে তাঁদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। গত ৮ সেপ্টেম্বর ২০২৪ হতে শুরু হওয়া আন্তঃ হাউজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেয় প্রতিষ্ঠানে প্রায় ১২০০ শিক্ষার্থী। সকল বিজয়ী শিক্ষার্থীদের হাতে বই ও সনদ এবং প্রতিবিভাগে একজন করে শ্রেষ্ঠ অর্জনকারীর হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। সেই সাথে ১০ সেপ্টেম্বর ২০২৪ এ অনুষ্ঠিত আন্তঃহাউজ চারু ও কারু প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতেও বই ও সনদ তুলে দেন প্রধান অতিথি।
এবারের আন্তঃহাউজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মোস্তফা হাউজ, রানার-আপ হয়েছে হামিদ হাউজ। অন্যদিকে আন্তঃহাউজ চারু ও কারু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মোস্তফা হাউজ, রানার-আপ হয়েছে জাহাঙ্গীর হাউজ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে পাঠ্যপুস্তক ও পড়ালেখার গন্ডী পেরিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ইংল্যান্ডে লেখকের অভিজ্ঞতার সাথে তুলনা করে তিনি লিডার্স স্কুল এন্ড কলেজের এই কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি মনযোগী হতে বলেন। সবশেষে তিনি তাঁর স্বরচিত কিছু বই প্রতিষ্ঠানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করেন।
——–
“আলোহা শিক্ষা পদ্ধতি” কোর্স চালুকরণ উপলক্ষ্যে বিশেষ সেমিনার।
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, অতি শীঘ্রই লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম-এ “আলোহা শিক্ষা পদ্ধতি” নামক বিশেষ কোর্স চালু করা হবে। এই উপলক্ষ্যে আজ অডিটোরিয়ামে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশ এর হেড ব্রাঞ্চের পক্ষ থেকে মঞ্জুর মোরশেদ স্যার,আলোহা বাংলাদেশের বিভিন্ন ব্রাঞ্চের কো-অর্ডিনেটরগণ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ। এই সেমিনারে “আলোহা শিক্ষা পদ্ধতি” কী, এর প্রয়োজনীয়তা, প্রদর্শন এবং এর সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
১৯৯৩ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করা আলোহা (Aloha)একটি মজার ও সহজ শিক্ষা পদ্ধতি, যার মাধ্যমে বড় ও জটিল গাণিতিক সমস্যার সমাধান নির্ভুলভাবে খুব দ্রুত ও সহজেই করা সম্ভব। এই শিক্ষা পদ্ধতির মূল লক্ষ্য হলো বর্তমান প্রজন্মকে এমনভাবে গড়ে তোলা যাতে করে তারা মানসিকভাবে এবং কর্মদক্ষতার মাধ্যমে আজকের বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামীর পথে সাফল্যের সাথে এগিয়ে যেতে সক্ষম হয়।
Aloha-এর শিখন পদ্ধতি তিনটি ধাপে বিভক্ত। (১) Finger Technique (২) ABACUS Technique এবং (৩) Mental Arithmetic Technique। এই পদ্ধতি আয়ত্তের মাধ্যমে শিক্ষার্থীরা অতি অল্প সময়ে নির্ভুলভাবে জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম হয়। এছাড়াও তাদের স্মরণশক্তি, চিন্তাশক্তি ও কল্পনাশক্তি উন্নত হয়। অনুধাবন-ক্ষমতা বৃদ্ধি ও বিশ্লেষণ-কাজে পারদর্শিতা লাভ করে শিক্ষার্থীরা সৃজনশীল কাজে দক্ষতা অর্জন করে।
——
ইভেন্ট : আন্তঃহাউজ ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
তারিখ : ২৬ জুন ২০২৪
শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উন্নয়ন এবং খেলাধুলার প্রতি আগ্রহ জাগানোর জন্য লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম-এ প্রতিবছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছে আন্তঃহাউজ ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৪। ক্যারাম, দাবা এবং টেবিল টেনিস ইভেন্টে প্রতিষ্ঠানের ৩য়-১০ম শ্রেণির বাছাইকৃত শিক্ষার্থীরা (বালক এবং বালিকা) এতে অংশগ্রহণ করে। সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হামিদ হাউজ এবং যৌথভাবে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে জাহাঙ্গীর ও মোস্তফা হাউজ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সম্মানিত পরিচালক জনাব আনিসুল আলম।
——–
দক্ষতা বৃদ্ধির জন্য ওয়ার্কশপ
লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম এর শিক্ষকদের পেশাগত উন্নয়নের অংশ হিসেবে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজন করা হয়েছে Think in English Workshop. ওয়ার্কশপটি পরিচালনা করেছেন বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান #TESOLBangladesh এর প্রতিষ্ঠাতা এবং English for Teachers, English Pro (Get-Set-Go) সহ জনপ্রিয় অনেক বইয়ের লেখক মুহাম্মদ ইয়াসির স্যার।
এছাড়াও ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, বায়েজিদ লাইন উচ্চ বিদ্যালয়, জাহাঙ্গীর লাইন উচ্চ বিদ্যালয় সহ আরো কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ।
তারিখ : ২২ জুন ২০২৪
——-
পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলেছেন, “You can improve your value by 50% just by learning communication skills and public speaking.”
পাবলিক স্পিকিং বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সফট স্কিল। এই স্কিল অর্জনে শিক্ষার্থীদের সহায়তা ও অনুপ্রাণিত করার জন্য লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম-এ প্রতিবছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছে আন্তঃহাউজ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা-২০২৪। নির্ধারিত ও উপস্থিত বক্তৃতায় (বাংলা ও ইংরেজি) প্রতিষ্ঠানের ১ম-১০ম শ্রেণির সকল শিক্ষার্থী এবং বাংলা ও ইংরেজি বিতর্কে ৩ হাউজ থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোস্তফা হাউজ এবং রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে হামিদ হাউজ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট এর সম্মানিত অধ্যাপক ড. আদনান মান্নান। এর বাইরেও আদনান স্যারের অসংখ্য পরিচয়ের মধ্যে একটি হল তিনি একজন অসাধারণ তার্কিক এবং দৃষ্টি চট্টগ্রামের প্রাক্তন সাধারণ সম্পাদক।
লিডার্স স্বাস্থসেব কার্যক্রম
লিডার্স শিক্ষা মডেল-২০১৮’ অনুযায়ী শিক্ষার্থীদের সহনশীলতার (Resilience) দক্ষতা গড়ে তোলার জন্য প্রয়োজন সুস্বাস্থ্য। এই সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বছরে ৫টি কার্যক্রম চালানো হয়ে থাকে। এগুলো হলো- রক্তের গ্রুপ নির্ণয়; চোখ পরীক্ষা; দাঁত পরীক্ষা; নাক-কান-গলা পরীক্ষা এবং জেনারেল হেলথ্ চেক-আপ।
বার্ষিক স্বাস্থ্য সেবার অংশ হিসেবে ২৮-৩০ এপ্রিল এবং ২-৩ মে ২০২৪ তারিখ ‘আল নূর চক্ষু হাসপাতাল’ এর বিশেষজ্ঞ ডাক্তারদের সহযোগিতায় লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম এর সকল শিক্ষার্থীদের চোখ পরীক্ষা ও চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
———-
এসএসসি পরীক্ষা ২০২৪ এর ফলাফল
আলহামদুলিল্লাহ!
এসএসসি পরীক্ষা – ২০২৪ এ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ১ হাজার ১২৫টি স্কুলের মধ্যে শতভাগ পাশের মাত্র ৪৬টি স্কুলের তালিকায় স্থান অর্জন করেছে ‘ভালো মানুষ গড়ে তোলার প্রত্যয়ে’ পরিচালিত লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম।
২০১৮ সাল থেকে চালু হওয়া সদ্য প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের এবারের এসএসসি ব্যাচটি হচ্ছে প্রথম রেজিস্ট্রাড ব্যাচ (এবং ৪র্থ ব্যাচ)।
‘লিডার্স শিক্ষা মডেল-২০১৮’ অনুযায়ী পরিচালিত অত্র প্রতিষ্ঠানে এই বছরই কলেজ শাখা চালু হবে এবং এই সফলতার ধারাবাহিকতা উচ্চ মাধ্যমিকেও বজায় থাকবে ইনশআল্লাহ!
———-
3rd_Leaders’_Youth_Festival-2024
আবারো শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ৩য় লিডার্স তারুণ্য উৎসব-২০২৪।
৩য় বারের মতো আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠানটি। দেশের স্বনামধন্য স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাজির হয় উক্ত অনুষ্ঠানটিতে। এবারও তার ব্যতিক্রম নয়।
“3rd Leaders’ Youth Festival-2024” এর বিভিন্ন সেগমেন্টের রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে।
নিচের দেয়া লিংক থেকে গুগল ফর্মটিতে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করা যাবে। রেজিষ্ট্রেশন এর জন্য কোনো প্রকার ফি এর প্রয়োজন নেই। বিশেষ শিশুদের জন্যে চিত্রাঙ্কন ইভেন্টে আলাদা একটি বিভাগ থাকবে।
Registration Link: https://forms.gle/DmVnWVGoHBVGvnEo9
ইভেন্ট লিংকঃhttps://www.facebook.com/share/hVe8kwrmd4KXdhck/?mibextid=9VsGKo
রেজিস্ট্রেশন সম্পর্কিত বিস্তারিত জানতে কল করুন :
1.+8801832-721197( ইসতিয়াক উদ্দিন)
2.+8801677949061( মঞ্জুরুল ইসলাম)