![](https://lscc.projonmosoft.com/wp-content/uploads/2024/06/infa.jpeg)
অবকাঠামো
শ্রেণিকক্ষ: অত্যন্ত মনোরম পরিবেশে এই প্রতিষ্ঠানে ৪৮ টি সুসজ্জিত শ্রেণিকক্ষ বিদ্যমান।
Well decorated Class Room: The institution has 48 well-furnished Classrooms where 23 classrooms have multimedia projectors in an imposing environment.
মিলনায়তন: ২০০ আসন ও আধুনিক সুবিধা সংবলিত মিলনায়তনটি অত্যন্ত দৃষ্টি নন্দন ও সুপরিসর।
Auditorium: We have a spacious & spectacular auditorium with 200 seating capacity provided with all modern facilities.
খেলার মাঠ: খেলাধূলার বিবিধ সুবিধা ও সুপ্রসস্ততা এই বিদ্যালয়ের খেলার মাঠকে দিয়েছে নান্দনিকতার ছোঁয়া।
Commodious playground: LSCC is ornamented with its own spacious playground with variant sports facilities. There are also arrangements for various indoor games.
সুপেয় পানির ব্যবস্থা: এখানে রয়েছে ১০ টি বৈদ্যুতিক পানি শোধনযন্ত্র, যেগুলো দেয় প্রতিনিয়ত বিশুদ্ধ পানির নিশ্চয়তা।
Pure water system: The institution has 10 water points with electric water filters for students to drink pure water.
শিক্ষক-মিলনায়তন: ৬৬ জন শিক্ষক-শিক্ষিকার জন্য রয়েছে ১৩টি সুপরিসর শিক্ষক-মিলনায়তন।
Teachers’ room: This institution has 13 large teachers’ rooms for 66 male and female teachers.
অফিস কক্ষ: অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কক্ষ ছাড়াও অভিবাবক ও অতিথিদের অভ্যর্থনা জানানো এবং দাপ্তরিক কাজ সুচারুরূপে সম্পাদন করার জন্য রয়েছে সুসজ্জিত অফিস কক্ষ।
Office room: It has a well-furnished office room including the Principal & Vice principal room that are that is always ready to serve the guardians and visitors.
গ্রন্থাগার: ৫০০০ বই বিশিষ্ট গ্রন্থাগার এ বিদ্যালয়কে আলোকিত করে রেখেছে।
Library: We have a spacious library with more than 5000 books of different tastes.
বিজ্ঞানাগার: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক বৈজ্ঞানিক সরঞ্জামে সজ্জিত বিজ্ঞানাগার।
Science Laboratory: We have a large science laboratory for science students with all modern scientific equipment.
কম্পিউটার ল্যাব: শিক্ষার্থীদের আধুনিক জগতের সাথে পরিচয় করিয়ে দেয়ার মানসে এল. এস. সি. সি’র এ আয়োজনে রয়েছে ইন্টারনেট সংযোগ সহ ২০ টি কম্পিউটার বিশিষ্ট কম্পিউটার ল্যাব।
Computer Lab: To introduce the students to the modern world LSCC has arranged a computer lab with 20 computers and internet facilities.
অভিভাবক অপেক্ষাগার: অভিভাবকবৃন্দের জন্য এখানে রয়েছে ৫০ আসন বিশিষ্ট ০২ টি অপেক্ষাগার।
Guardian waiting room: It has 2 guardians waiting room with 50 seating capacity.
শিক্ষার্থী-মিলনায়তন: শিক্ষার্থীদের অবসর সময়ে বিনোদনমূলক খেলাধূলার (ক্যারম, লুডু, দাবা ও টেবিল টেনিস) জন্য স্কুল শাখার জন্য একটি ও কলেজ শাখার জন্য দুটি সুপ্রসস্ত শিক্ষার্থী-মিলনায়তন রয়েছে।
Student’s common room: Our institution has a wide common room for the school section & 2 separate males and females for the college section where students can spend their free time playing carom, chess, ludo, table tennis, etc.
পার্কিং: প্রাতিষ্ঠানিক এবং অভিভাবকবৃন্দের ব্যক্তিগত গাড়ি রাখার জন্য সুবিশাল পার্কিং ব্যবস্থা রয়েছে।
Parking space: LSCC provides parking arrangements for parking school buses as well as guardians’ private transports.
ক্যান্টিন: শিক্ষার্থী ও শিক্ষকগণের স্বাস্থ্যকর খাবার পরিবেশন নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানের রয়েছে নিজস্ব ২টি ক্যান্টিন।
Canteen: We have 2 canteens of our own with a view to providing healthy foods for the students and teachers and guardians.
শিশুদের খেলার জায়গা: শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা সংবলিত খেলার স্থান, যাতে রয়েছে সী-স, স্লাইড, দোলনা ইত্যাদি।
Kids play zone: We have a special arrangement for kids with a see-saw, slide, swing, and others.
চিড়িয়াখানা: এ প্রতিষ্ঠানের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে একটি ছোট্ট চিড়িয়াখানা।
Mini Zoo: It has a mini zoo which is a special attraction.
বাগান: বিদ্যালয়ের শোভা বর্ধন করে রেখেছে বর্ণিল ফুলে সমৃদ্ধ একটি বাগান।
Garden: A beautiful flower garden has made the school more decorative.
জেনারেটরঃ জরুরী বিদ্যুৎ সরবরাহের জন্য অত্র প্রতিষ্ঠানের দুটি জেনারেটর রয়েছে।
Generator: It has 2 Generators (100 KV & 7 KV) to ensure emergency electricity supply.
যানবাহনঃ শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের পরিবহনের জন্য অত্র প্রতিষ্ঠানের ৪টি বাস ও ১০টি মাইক্রোবাস রয়েছে।
Transport: It has 4 Buses & 10 Micro Buses to transport students from different corners of the city.